Home Accident হুগলির বলাগড় থানার ক্ষত্রিয় নগরে জলে ডুবে মৃত দুই শিশু।

হুগলির বলাগড় থানার ক্ষত্রিয় নগরে জলে ডুবে মৃত দুই শিশু।

1213
0

নিজস্ব সংবাদদাতা :: স্পট নিউজ :: ১৬ই,এপ্রিল :: বলাগড় :: 

গঙ্গার জলে ডুবে মৃত্যু দুই শিশুর। হুগলি জেলার বলাগড় থানার ক্ষত্রিয় নগর এলাকায় জলের তলায় ডুবে গেলো দুই শিশু। জানা যায় রঞ্জিত বিশ্বাস ও রূপসা বিশ্বাস দুই ভাই বোন।বয়স রঞ্জিত বিশ্বাস ৪ বছর ও রুপসা বিশ্বাস ৭ বছর।

জানা যায় সকাল আটটা নাগাদ দুই ভাই বোন বাড়ির পাশেই গঙ্গাতে স্নান করতে গেছিলো। ভাই রঞ্জিত বিশ্বাস প্রথমে গঙ্গায় নামে, সাঁতার না জানায় জলে হাবুডুবু খাচ্ছিলো, তা দেখে দিদি রুপসা বিশ্বাস ভাইকে বাঁচাতে তাড়াতাড়ি হাত টেনে ধরে তুলতে যাচ্ছিলো। ভারসাম্য ধরে না রাখতে পেরে রুপসা বিশ্বাস তলিয়ে যায় ভাইয়ের হাত ধরে। তারপর থেকে দুজনের খোঁজ মেলেনি।

গ্রামবাসীরা অনেকেই গঙ্গা তে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডি এস পি ক্রাইম শুভাশিস রায় চৌধুরী,সি আই অরুপ ভৌমিক,ও সি অর্নভ গাঙ্গুলি। এলাকাবাসীরা বহু ক্ষন গঙ্গাতে নেমে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।পরে ডুবুরি আনা হয়। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here