Home Crime দুই মাসের শিশুকন্যাকে খুন করে মায়ের নিখুঁত অভিনয়, হতভম্ব কলকাতা...

দুই মাসের শিশুকন্যাকে খুন করে মায়ের নিখুঁত অভিনয়, হতভম্ব কলকাতা পুলিশ !

101
0

নিজস্ব সংবাদদাতা :: স্পট নিউজ লাইভ :: ২৭শে জানুয়ারি ,:: কোলকাতা ::

মুখে-গলায় স্কচটেপ পেঁচিয়ে নৃশংসভাবে নিজের দু’মাসের শিশুকন্যাকে খুন করেছেন বেলেঘাটার সন্ধ্যা মালো । সংবাদ মাধ্যমের খবরে জানা যায় যে পরিকল্পনা করে অত্যন্ত নিখুঁতভাবে খুব অল্প সময়ের মধ্যেই এই কাজ সেরে ফেলেন তিনি। দিনভর পরিবারের কাছে এবং পুলিশের কাছে মেয়ে চুরি যাওয়ার নাটক করেছেন।

এমনকি সেই নাটকের অভিনয়টাও এতটাই সুচারুভাবে করেছিলেন যে, এত নৃশংস একটা কাজ করার পরও প্রথম প্রথম তার চোখে-মুখে কোনো আক্ষেপ বা ভয়ের চিহ্ন খুঁজে পায়নি পুলিশ।গতকাল রবিবার ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। যা দেখে হতভম্ব পুলিশের অফিসাররা। পুলিশ সন্ধ্যা মালোকে গ্রেফতার করেছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করতে গেলে শিশুর কান্নার আওয়াজ আশেপাশের বাসিন্দারা বা আয়ার কানে পৌঁছবে, তাই আগেই মুখে এবং গলায় স্কচটেপ পেঁচিয়ে দিয়েছিলেন তিনি। রবিবার দুপুরে বেলেঘাটায় পুলিশের ইএসডি ডিভিশনের সদরদপ্তরের কাছে একটি বহুতল ভবনে এই নৃশংস ঘটনা ঘটে।

সন্ধ্যা মালো নামে ওই নারী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছিলেন, তার সন্তান সানায়া’র আয়া টুম্পা দাস যখন ছাদে ছিলেন, তখন এক অজ্ঞাতপরিচয় যুবক কলিংবেল বাজায়। তিনি দরজা খুলতেই তাকে ধাক্কা মেরে শিশুকন্যাকে ছিনিয়ে চম্পট দেয়। সে সময় বাড়িতে আর কেউই ছিলেন না।

তার স্বামী সুদর্শন মালো কনস্ট্রাকশনের ব্যবসা সূত্রে বাড়ির বাইরে ছিলেন।রবিবার দুপুরে তিনি পুলিশের কাছে এমন অভিযোগ জানানোর পর তার কথায় কিছু সন্দেহজনক তথ্য পেয়েছিল পুলিশ। পরে রাতে একটি ম্যানহোল থেকে ওই শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানতে পারে পুলিশ।

কিন্তু কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা এখনও জানতে পারেনি পুলিশ। তাকে ও তার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার কোনো মানসিক সমস্যা রয়েছে কি না তাও জানতে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here